আজ শুভ দিন, শিবভক্তরা জেনে নিন- কি করতে হবে 

shivratri, shiv vakta







আজ সর্বার্থ সিদ্ধি যোগ শুরু হয়েছে সকাল ৬ টা ৩৭ মিনিট থেকে, চলবে  পরের দিন সূর্যোদয় পর্যন্ত। এই সময়কালে আদ্রা নক্ষত্রও থাকবে। এতে ভগবান শিবের অভিষেক খুবই ভালো বলে বিবেচিত হয়। অতএব, এই দিনে ভোলে শঙ্কর সহজেই সন্তুষ্ট হন।  শ্রাবণ মাসের চতুর্দশীকে মাসিক শিবরাত্রিও বলা হয়ে থাকে।

আজ থেকে আগামীকাল সন্ধ্যা ৭ টা ১১ মিনিট পর্যন্ত থাকবে শ্রাবণ চতুর্দশী। আর এই সময়কালে রাত্রিকালে ভগবান শিবের আরাধনা বেশ শুভ বলে মানা হয়। 

ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত  শুভ হিসাবে মানা হয়, এমনকি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই, শ্রাবণ মাসকে 'শিবের মাস'ও বলা হয়ে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ হল সবথেকে পবিত্র মাস।

আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য আরও বেশি বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণের  প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। 


শ্রাবণ মাসে শিবভক্তদের যা যা করা উচিৎ আর যা যা করা উচিৎ নয়- 

  • শিবমূর্তি বা শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন শ্রাবণ-শিবব্রতের অন্যতম প্রধান আচার।
  • শিবভক্তদের কাছে, শ্রাবণ মাসে প্রতিদিন স্নানের পরে শিবস্তোত্র পাঠ করা অত্যন্ত জরুরি। মনে করা হয়, শ্রাবণে রুদ্রাক্ষ ধারণ করলে ফল শুভ হয়।
  • শ্রাবণে শিবলিঙ্গে বেলপাতা দেওয়া আবশ্যক। এই মাসের অষ্টমী, চতুর্থী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি ও প্রতি সোমবার বিল্বপত্র বা বেলপাতা শিবের মাথা থেকে নামাতে নেই।