'ভারতে এসে প্রানে বাচলাম', তালিবানদের ভয়ে দেশ ছেড়েছেন, বীভৎস স্মৃতি তুলে ধরলেন সলমানের নায়িকা,
আফিগানিস্তান এখন তালিবানদের দখলে। ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন বহু মানুষ। দেশ ছাড়তে মানুষের ঢল দেখা গিয়েছে কাবুল বিমানবন্দরে। একে একে উঠে আসছে আফগানিস্তানের বীভৎস চিত্র। তা দেখে আতঙ্কিত বিশ্ব। ঠিক এরকমই সময়ে ২০ বছর আগের কথা মনে করে রীতিমতো ভয়ে কেঁপে উঠলেন লভযাত্রী সিনেমা খ্যাত অভিনেত্রী ওয়ারিনা হোসেন (Warina Hussain)।
সলমনের (Salman Khan) প্রযোজনায় লভযাত্রী সিনেমার নায়িকা ওয়ারিনা ২০ বছর আগে তালিবানের অত্যাচারের বীভৎস স্মৃতি মনে করালেন। তালিবানের অত্যাচার থেকে বাঁচতে ওয়ারিনার গোটা পরিবার ২০ বছর আগে আফগানিস্তান থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। আফিগানিস্তানের স্মৃতি মগজে থাকলেও, ভারতকেই নিজের দেশ হিসেবে মেনে নিয়েছেন ওয়ারিনা ও তাঁর পরিবার। বর্তমান আফগানিস্তানের চিত্র দেখে আতঙ্কে কাটছে তার দিন।
দুই দশক আগে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার কথা বলতে গিয়ে ওয়ারিনা বলেন, "এটা আমার এবং আমার পরিবারের জন্য কঠিন সময়। এটি 20 বছর আগের মতোই। এই যুদ্ধ এবং অশান্তির কারণেই আমার পরিবার আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, এবং এখন, অনেক বছর পরে, আমি অন্যান্য পরিবারকে তাদের বাড়িঘর হারাতে দেখছি।
আমি ও আমার পরিবারের লোকজন সৌভাগ্যবান যে ভারত সে সময়ে আমাকে ও আমার পরিবারকে গ্রহণ করেছিল। ওয়ারিনা জানান, ‘আফিগানিস্তানে এই অবস্থার পর আবার শরণার্থীর সংখ্যা বাড়বে। এত মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয় কোনও দেশের পক্ষেই। কিন্তু তাও আমি অনুরোধ করব সমস্ত রাষ্ট্রনেতাকে, এই কঠিন সময়ে আফগানদের পাশে দাঁড়ান।'
ওয়ারিনা সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করে আরও বলেছেন, 'আফগানিস্তানে শুধু শোষণ এবং অত্যাচার। আগের মতো সুন্দর আফগানিস্তান বোধহয় আর ফিরবে না।’
ওয়ারিনা চলমান সংকটে জাতিসংঘের হস্তক্ষেপ সম্পর্কে বলেন, "জাতিসংঘের হস্তক্ষেপের জন্য। এটি এমন একজন মহিলার ইচ্ছা এবং আবেদন যে তার সহকর্মী আফগান মহিলাদের তাদের নিজ দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করতে চায় না ”।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊