প্রকাশিত হল WBCS prelims 2021-র answer key, মিলিয়ে নিন চটজলদি, অভিযোগ থাকলে জানান 




২২শে অগাস্ট, ২০২১ রবিবার সারা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছে WEST BENGAL CIVIL SERVICE (Exe) & Etc. Examination। এবার প্রকাশিত হল WBCS prelims 2021 সালের উত্তরপত্র। পাবলিক সার্ভিস কমিশনের অধীনে হওয়া এই পরীক্ষা এদিন করোনা বিধি মেনে রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়।



পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে এই answer key। ২২ অগাস্ট WBCS prelims 2021 কলকাতা-সহ বিভিন্ন এলাকায় বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত হয়। ২৩শে অগাস্ট সেই পরীক্ষার উত্তরপত্র বা অ্যান্সার কি প্রকাশিত হয়েছে।https://wbpsc.gov.in সাইটে।



ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, উত্তরপত্রে কোনও ধরনের অসঙ্গতি দেখতে পেলে আাগামী ৫ দিনের মধ্যে তা wbpsc.gov.in-এ জানাতে হবে।


প্রতি বছর জানুয়ারীতে বাঁ ফেব্রুয়ারিতে এই পরীক্ষা হলেও এবছর করোনা সংক্রমণের জের পিছিয়ে গেছে পরীক্ষা। করনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ আকার ধারন করেছে দেশ থেকে রাজ্যের অবস্থা। এই পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে নিয়ন্ত্রনে করোনা। ফলে অগাস্টে অনুষ্ঠিত হল পরীক্ষা।


উত্তরকি -র দিকে নজর দিন আর যাচাই করুন আপনার পারফর্মেন্স-