Hurricane Ida: প্রলয়ঙ্কারী হারিকেন- বন্যা পরিস্থিতির আরও অবনতি
প্রলয়ঙ্কারী হারিকেন- ইদা'র তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। বিদ্যুৎহীন সেখানকার ৫ লাখের বেশি বাসিন্দা।
১৮৫০ সালের পর সম্ভবত এমন ভয়ঙ্কর ঝড় কখনও আসেনি। ষোলো বছর আগে এই অঞ্চলেই আছড়ে পড়েছিল 'কাটরিনা'। এবার সেখানেই আছড়ে পড়লো ইদা।
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘ida’র তাণ্ডবে এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লুইজিয়ানার ১০ লাখের বেশি বাসিন্দা। পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয়েছে।
ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র। এরইমধ্যে ঝড়ের গতিবেগ কিছুটা কমে যাওয়ায় শুরু হয়েছে উদ্ধার অভিযান। এ অভিযানে যোগ দিয়েছেন দেশটির ন্যাশনাল গার্ডের ৫ হাজার সদস্য। এছাড়া যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে নামানো হয়েছে ২৫ হাজার অতিরিক্ত কর্মী।
এদিকে, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডাতে। রোববার ‘ক্যাটাগরি- ফোরে রূপ নিয়ে হারিকেনটি আছড়ে পড়ে লুইজিয়ানার উপকূলীয় এলাকায়। তাণ্ডব চালায় কিউবাতেও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊