রাহুল গান্ধীর অ্যাকাউন্ট আনলক করল টুইটার, 'সত্যের জয়', বলে ব্য়াখ্যা কংগ্রেসের
দীর্ঘ টানাপোড়েনের পর টুইটারের তরফে ব্লক করা দেশের বিরোধী নেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাাকাউন্ট আনব্লক করলো টুইটার। প্রসঙ্গত, রাহুল গান্ধীর টুইটার অ্যাাকাউন্ট ব্লক করে টুইটার। এরপর, ব্লক করে কংগ্রেসের অফিশিয়াল অ্যাাকাউন্ট। শুক্রবারই টুইটারের বিরুদ্ধে সরব হয়ে মাইক্রো ব্লগিং সাইটটির বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ করেন রাহুল গান্ধী।
ইউটিউবে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) দাবি, দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে টুইটার। কেন্দ্রীয় সরকারের ইশারায় গণতান্ত্রিক কাঠামোয় আঘাত হানছে।
যদিও সাসপেনশন ওঠানোর কোনও কারণ জানায়নি Twitter। রাহুলের অ্য়াকাউন্টের উপর থেকে টুইটার কর্তৃপক্ষের সাসপেসশন উঠিয়ে নেওয়া তাঁদের জয় বলেই ব্য়াখ্যা করছে কংগ্রেস। কংগ্রেস নেতা রোহন গুপ্তা বলেন, "কংগ্রেসের সমস্ত অ্য়াকাউন্ট আনলক করা হয়েছে। তবে টুইটারের তরফে আনব্লক করার কোনও কারণ জানানো হয়নি।"
কংগ্রেস তরফে টুইটে লেখা হয়েছে, "সত্যমেব জয়তে"।
দিল্লিতে নির্যাতিতা দলিত কন্যা এবং তাঁর পরিবারের পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগে রাহুল গান্ধীর অ্য়াকাউন্ট লক করে টুইটার। রাহুলের বিরুদ্ধে টুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে National Commission for Protection of Child Rights। এরপর লক করা হয় বেশ কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতার অ্যাকাউন্টও। এরপরই মাইক্রো ব্লগিং সাইটির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরে কংগ্রেস নেতৃত্ব। সমর্থন করে অন্যান্য বিরোধী শক্তিরাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊