ফের বড়সড় ভাঙন কংগ্রেসে, পদত্যাগ করলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস



সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেবের তৃণমূলে যোগ দানের পর ফের বড়সড় ভাঙন কংগ্রেস শিবিরে। পদত্যাগ করলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।


টুইট করে পদত্যাগের কথা জানিয়ে তিনি লিখেছেন, ' আমি ত্রিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন যাঁরা আমাকে সমর্থন করেছেন , সাহায্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আজ আমি ত্রিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলাম। আমি রাজনীতি থেকে অবসর নেব। সোনিয়া গান্ধীর কাছে আমি কৃতজ্ঞ।'


সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।


পীযূষ কান্তি বিশ্বাসের পদত্যাগের প্রতিক্রিয়া জানিয়ে সুস্মিতা দেব লিখেছেন, "আপনার মেয়াদ ছিল কঠিন .. ভবিষ্যতের জন্য শুভকামনা।"


যদিও বিশ্বাস প্রকাশ্যে বলেছেন যে তিনি রাজনীতি থেকে "অবসর" নিচ্ছেন, সুস্মিতা দেবের টুইটে বিশ্বাস ত্রিপুরায় টিএমসিতে যোগ দেবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।