আফগানদের গল্প মানুষকে জানাতে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জানিয়েছেন, আফগানদের গল্প মানুষকে জানাতে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন তিনি।
কখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ ছিল না অ্যাঞ্জেলিনা জোলির। একারণেই ইনস্টাগ্রামে এতদিন অ্যাকাউন্ট খোলা হয়নি। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের চমকে দিয়ে নিজের অ্যাকাউন্ট খুললেন অভিনেত্রী। প্রথম পোস্টে তিনি জানালেন অ্যাকাউন্ট খোলার কারণ।
আফগানিস্তানের এক মেয়ের লেখা চিঠি পরিচয় প্রকাশ না করে শেয়ার করেছেন জোলি। ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তানের মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তভাবে নিজেদের মত প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। আমি ইনস্টাগ্রামে এসেছি তাদের গল্প বিশ্বকে জানাতে।’
একটি চিঠির ছবি ও বোরখা পরিহিত কয়েকজন আফগান নারীর ছবি শেয়ার করেছেন শুধু। চিঠি বিষয়ে অ্যাঞ্জলিনা জানিয়েছে - 'চিঠিটি একটি আফগান কিশোরি পাঠিয়েছে। বর্তমানে আফগানিস্থানের মানুষ সামাজিক মাধ্যমে যোগাযোগের অধিকার এবং নিজেদের কথা বলার অধিকার হারিয়েছে। তাই আমি ইন্সটাগ্রামে আসলাম তাঁদের গল্প তাঁদের আওয়াজ সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে- যারা নিজেদের মানবিক অধিকারের জন্য লড়াই করছে।
২০ বছর আগের আফগানিস্থানের কথাও এদিন এই পোস্টে জানিয়েছেন অ্যাঞ্জেলিনা।
1 মন্তব্যসমূহ
She is a very good human being
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊