Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিজের দলের বিধায়কদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তৃণমূলের মাইনোরেটি সেল

নিজের দলের বিধায়কদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তৃণমূলের মাইনোরেটি সেল (Trinamool Congress Minority Cell) 

Trinamool Minority Cell

Sangbad Ekalavya:

তৃণমূল কংগ্রেসের জেলা মাইনোরেটি সেলের সভাপতি মোসারফ হোসেনের এই অভিযোগে উত্তাল জেলা তৃণমূল কংগ্রেস মহলে।

এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মাইনোরেটি সেলের  (Trinamool Congress Minority Cell) সভাপতি মোসারফ হোসেন।

তিনি আরও বলেন সদ‍্য সমাপ্ত বিধান সভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার মাইনোরেটিরা বিধায়কদের জেতার জন্য অনেক কিছু করেছেন। অথচ জেতার পর আজ পযর্ন্ত সেই বিধায়করা বিশেষ করে সদর বিধান সভার বিধায়ক তাদের সাথে কোন ধরনের আলোচনা করেনি। এর ফলে অনেকটাই অসুবিধার মধ্যে আছেন মাইনোরেটিরা।

যদিও এই বিষয়ে জলপাইগুড়ি সদরের বিধায়ক ডাক্তার বর্মা বলেন "বিধায়ক হবার পর তিনি দুই মাস করোনায় আক্রান্ত হয়েছিল। কারও সাথে যোগাযোগ করতে পারেনি। কিন্তু তবুও তিনি যোগাযোগ সকলের সাথে রেখেছেন। আগামীতে আরও বেশি করে যোগাযোগ রাখবেন। মাইনোরেটি সেলকে ভোটে জেতানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code