মা হলেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান
মা হলেন সংসদ অভিনেত্রী নুসরাত জাহান। পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত। কলকাতায় একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন। প্রায় দুপুর একটা নাগাদ জন্ম দিলেন পুত্র সন্তানকে।
গতকাল থেকেই নুসরাত জাহানের মা হওয়ার খবর নিয়ে চর্চা চলছে সর্বত্র । কখন নুসরাত হাসপাতালে ভর্তি হচ্ছেন, কখন তিনি সন্তানের জন্ম দেবেন, তা নিয়ে সবাই কৌতুহল ছিলেন । বুধবার রাতেই পাক স্টিট এর এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। বুধবার রাত থেকেই হাসপাতলে নুসরাতের পাশে ছিলেন যশ, এমনকি ওটিতে তারপাশেই দেখা গেল যশ দাশগুপ্তকে । ভর্তির সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা নানা ব্যবস্থা শুরু করে দিয়েছিলেন। নুসরাত যখন সন্তানের আসার অপেক্ষায় ছিলেন তখনই নুসরাতের সহবাস সঙ্গী নিখিল জৈন ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন, যার মাধ্যমে নেট জগতে শোরগোল পড়ে যায় । এর আগেও তিনি সমালোচনার মুখে পড়েন । নুসরাতকে নিয়ে অনেক সমালোচনা হলেও, সমালোচনা উপেক্ষা করতে এড়িয়ে যেতেন তিনি জানেন।
তবে নুসরাতের কোল আলো করে জন্ম নিল তার পুত্র সন্তান। সূত্রের খবর সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊