নেতাজির মৃত্যুবার্ষিকী নিয়ে  কংগ্রেসের Twitter Post এর তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ 

Shri Subhas Chandra Bose
কংগ্রেস তাঁর নিজস্ব ট্যুইটারে এই ছবিটি পোস্ট করেছে 



নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুবার্ষিকী হিসেবে ১৮ আগস্ট পালনের জন্য কংগ্রেস পার্টিকে তীব্র ভর্ৎসনা করলো তৃণমূল কংগ্রেস।  তৃণমূল কংগ্রেস বুধবার ১৮ আগস্ট নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুবার্ষিকী হিসাবে কংগ্রেসের জারি করা বিবৃতিতে আপত্তি জানায়।


টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন,  “এই টুইটের তীব্র প্রতিবাদ জানাই। মৃত্যুর এই তারিখ প্রমাণিত নয়। কংগ্রেস এবং বিজেপি সরকার উভয়ই নেতাজির শেষ মুহূর্তের প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেনি। বাংলা ও ভারতের আবেগ নিয়ে খেলবেন না। প্রথমে মৃত্যু প্রমাণ করুন। শ্রেণীবদ্ধ ফাইল প্রকাশ করুন। ”

তিনি আরও বলেন- “কংগ্রেস ও বিজেপি যেভাবে আজ নেতাজির মৃত্যুদিবসের টুইট করল, তার প্রতিবাদ জানাচ্ছি। মৃত্যু কোথায় ও কবে, প্রমাণিত নয়। কেন্দ্র ক্লাসিফায়েড ফাইল প্রকাশ করে না। সত্য উদঘাটন ছাড়া মৃত্যুদিবস চাপিয়ে দিলে মানব না।" 

Subhas Chandra Bose



গতকাল, কংগ্রেস 18 ই আগস্ট, 1945 উল্লেখ করে নেতাজী সুভাষ চন্দ্র বোসের একটি ছবি টুইট করেছিলেন, তার মৃত্যুর তারিখ হিসাবে। সেই ট্যুইটে লেখেন- “আমরা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নায়ক শ্রী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানাই। একজন বীর মুক্তিযোদ্ধা, একজন প্রতিবাদী দেশপ্রেমিক এবং ভারতের গর্বিত পুত্র। জাতির জন্য তাঁর অবদান স্মরণ করা হবে এবং  শেষ সময় পর্যন্ত সম্মানিত করা হবে। ”

অশ্বিনী বৈষ্ণব এবং হরদীপ সিং পুরীর মতো বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী নেতাজির প্রতি অনুরূপ শ্রদ্ধা জানিয়েছেন।

বোস পরিবার জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজির কথিত দেহাবশেষের ডিএনএ পরীক্ষার দাবি পুনর্ব্যক্ত করেছে।