ফের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত দিনহাটার গিতালদহ





ফের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত দিনহাটার গিতালদহ। আজ দিনহাটার গিতালদহের নারায়নগঞ্জ এলাকায় বিধায়ক অনুগামী ও নবনিযুক্ত সভাপতি গোষ্ঠীর অনুগামীর মধ‍্যে সংঘর্ষ বাঁধে বলে খবর। এই ঘটনায় তির, বোমা ও আগ্নেয়াস্ত্র ব‍্যবহার করা হয় বলে খবর। 


পাশাপাশি চলে গুলিও। গুলির আঘাতে গুরুতর জখম হন একজন। ঘটনা ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শুধু তাই নয় এই ঘটনার রেশ গিতালদহ-ওকড়াবাড়ী অঞ্চল সীমান্ত মহেশ্বর ও শিবেশ্বর গ্রামেও। 


এদিকে সূত্রের খবর, আজ বিকেলের দিকে এই এলাকায় অভিযান চালায় পুলিশ গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে।




ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আব্দুল জলিল মিয়া এবং তির বিদ্ধ হয়েছেন আতিকুল হক নামে দুই তৃণমূল কর্মী। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করা হয়েছে। এর পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তাঁদের।