ইংরেজিতে স্নাতক ছিনতাইবাজ- ফিল্মি কায়দায় ধরলো পুলিশ
রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: ঘন্টা খানেকের চেষ্টায় ফিল্মী কায়দায় ছিনতাইবাজদের ধরে ফেললো রূপনারায়ণপুর থানার পুলিশ।
জানা গেছে গত শনিবার সন্ধ্যা সাতটার সময় রূপনারায়ণপুরের মহাবীর কলোনির এক মহিলা সামডি রোড ধরে বাড়ি ফিরছিল। কিন্তু ওই রাস্তার উপর থাকা একটি ডাক্তার খানার সামনে এলে বাইকে করে আসা দুই ব্যক্তি তাকে রাস্তায় ফেলে দিয়ে তার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। আর এর জেরেই খোয়া যায় ওই মহিলার ব্যাগে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও তার বাড়ির চাবি। এদিকে ওই সময় ওই পথ দিয়ে যাওয়া রূপনারায়ণপুর পুলিশের টহলদারী ভ্যানকে গোটা বিষয়টি জানায় ওই মহিলা। আর এর পরেই ওই মহিলার খোয়া যাওয়া মোবাইল ফোনের লোকেশন ট্রেক করে ছিনতাইবাদের ধাওয়া করে পুলিশ।
নিয়ামতপুর পুলিশের সাহায্য নিয়ে মুজরাপট্টির কাছে রূপনারায়ণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুলদেব মন্ডলের নেতৃত্বে দুটি ভাগে ভাগ হয়ে যায় পুলিশ। পরে চবকার কাছাকাছি এসে পুলিশ আমন যাদব নামের এক ছিনতাইকারীকে হাতে নাতে ধরে ফেলে।
এদিকে তার সঙ্গে থাকা বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ইংরেজিতে স্নাতক করা সম্ভ্রান্ত পরিবারের আমনের নেশার জন্য দিনে প্রায় ৪০০ থেকে ৬০০ টাকা লাগতো। আর তার জন্যই চুরির মতো এই পথকে বেঁচে নেয় আমন ও তার বন্ধুরা।
উলেখ্য বেশ কিছুদিন আগে নিয়াতপুরের এক মহিলার গলার হার ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সে। পরে পুলিশের সহযোগিতায় তাকে ভত্তি করা হয় এক নেশা মুক্তি কেন্দ্রে। আর সেখান থেকে আমন ও তার সঙ্গীরা গত দিন চারেক আগে রাতের অন্ধকারে পালিয়ে আসে।
এদিকে পুলিশের পক্ষ থেকে আমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি -১৮৫/২১ ধারায় মামলা রুজু করে রবিবার তাকে তোলা হয় আসানসোল জেলা আদালতে।
1 মন্তব্যসমূহ
Wah kya seen hai..
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊