রাজ্য পুলিশ এবং রেল পুলিশ কেউই নিচ্ছে না অভিযোগ- গীতালদহ ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবার মুখ্যমন্ত্রীর দুয়ারে 

bithika barman




গীতালদহ দুই গ্রাম পঞ্চায়েতের  প্রাক্তন প্রধানের স্বামী ও ছেলের ট্রেনে কাটা পড়ে অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে এবং রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও নেওয়া হচ্ছে না বলে অভিযোগ প্রদীপ বর্মণের স্ত্রী বীথিকা বর্মনের। 

পুলিশ এবং রেল পুলিশ কেউ অভিযোগ না নেওয়ায়  রাজ্যের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হচ্ছে গীতালদহ দুই  গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। 

তিনি অভিযোগ করে জানিয়েছেন- তার স্বামীকে টাকার জন্য নানাভাবে হুমকি দেয়া হতো । মানসিক চাপের ফলেই তার  স্বামীর  অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 

প্রসঙ্গত গত ১১ আগস্ট সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ গিতালদহ-২  এর প্রাক্তন প্রধান বিথিকা বর্মন এর স্বামী প্রদীপ বর্মন এবং তার ছেলে  ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।