সুদূর আমেরিকায় বসে বাঙালির রাজীব শ্রদ্ধা - বিনাপয়সায় বাজার on the occasion of Rajiv Gandhi Birthday
শিলিগুড়ি বাগডোগরার ছেলে কল্যাণ দেবনাথ আজ নিউ ইয়র্কের বাসিন্দা। একাধিক নানান সমাজ সেবামূলক কাজে যুক্ত রাখেন নিজেকে।
আজ প্রয়াত রাজীব গান্ধীর 78তম জন্ম দিনে বিশেষ শ্রদ্ধা জানালেন তিনি। সবার জন্য বিনামূল্যে বাজার খুলে দিলেন বাড়ির সামনেই।
কেক, জল থেকে টেলিভিশন সব কিছুই বিনামূল্যে নিয়ে যেতে পারবেন এখান থেকে, দিতে হবে না কোন টাকা।
ঝরনা দেবনাথ ফাউন্ডেশনের কর্নধার কল্যাণ দেবনাথ জানান- রাজীব গান্ধী তাঁর কাছে অনুপ্রেরণা। তাঁর সাথে দেখাও হয়েছিলো দু মিনিটের জন্য। রাজীব গান্ধীর জন্য লিখেছিলেন গানও ।
Shopping without money . . বিনা পয়সার বাজার . . . . पैसे के बिना खरीदारी on the occasion of Rajiv Gandhi Birthday
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊