বদল হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি, কে আসছে দিলীপের জায়গায় জল্পনা তুঙ্গে







আগামী ডিসেম্বরেই বদল হতে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি। বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জায়গায় কে হচ্ছে নতুন সভাপতি তা নিয়ে জল্পনা তুঙ্গে। চার মাস আগেই বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে একাধিক নাম উঠেছে বলে খবর। তবে দিলীপের পর কে বসছে সেই পদে সেই প্রশ্ন ঘিরেই চলছে জল্পনা। সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে একাধিক নামের প্রস্তাব রেখেছেন খোদ দিলীপ ঘোষই।


রাজনৈতিক মহলের মনে নাকি করছে, বিজেপির গুরুত্বপূর্ণ পদগুলির দায়িত্ব নির্ধারনের ক্ষেত্রে আরএসএসের সম্মতির একটা বড় ভূমিকা থাকে। ফলে পরবর্তী রাজ্য সভাপতিকে আরএসএসের মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিজেপির নতুন সভাপতি নিয়ে উঠে এসেছে একাধিক নাম। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী থেকে আরএসএস দক্ষিণবঙ্গ ক্ষেত্রের সম্পর্ক প্রমুখ বিদ্যুত্‍ মুখোপাধ্যায়, আরএসএসের প্রচারক শচীন সিংহ, রাজ্য বিজেপির প্রাক্তন সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের নামও আলোচনায় রয়েছে বলে সূত্রের খবর। দেখা যাক শেষমেষ কে এই পদে বসে।


দিলীপ ঘোষের সভাপতিত্বে ২০১৯-র লোকসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্যের পর ধীরে ধীরে নিজেদের জায়গা পোক্ত করেছে বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনেও রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের হাওয়া ছিল প্রবল। যদিও ৭৭ আসন পেয়ে থমকে গিয়েছে বিজেপি। তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। বিধানসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপিতে অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে, অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। এই পরিস্থিতিতে দলের হাল আগামীদিনে কে ধরবেন, সে দিকে চোখ থাকবে রাজনৈতিক মহলের।