Latest News

6/recent/ticker-posts

Ad Code

Raksha Bandhan 2021 রাখি বন্ধনে বিশেষ অফার SBI- র

Raksha Bandhan 2021 রাখি বন্ধনে বিশেষ অফার SBI- র





রাখি বন্ধনে বিশেষ অফার নিয়ে হাজির State Bank of India । কেনাকাটায় বিশেষ ছাড় দিয়েছে SBI । রাখি বন্ধন উপলক্ষে বাজার ছেয়ে গেছে পোশাক-আশাক, ফুল, মিষ্টিতে। শুভ এই মুহূর্তে SBI ভাই বোনেদের উপহার কেনার ক্ষেত্রে বড়সড় ডিসকাউন্টের ব্যবস্থা করেছে।




৯৯৯ টাকা পর্যন্ত উপহার কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের কথা বলা হয়েছে ব্যাঙ্কের তরফে। SBI YONO APP -র মাধ‍্যমে কোনো উপহারের দাম মেটালে তবেই ছাড় রয়েছে। কোনো জিজ্ঞাসা থাকলে SBI YONO-র অফিসিয়াল ওয়েবসাইট sbiyono.sbi-এ লগইন করতে পারেন।




ট্যুইটারে SBI জানিয়েছে, বড় এই উপহার দিয়ে এই রাখি বন্ধন উৎসব উদযাপন করুন। ফার্নস অ্যান্ড পেটালস-এ বাজার করুন। YONO SBI-এর মাধ্য়মে ৯৯৯ টাকা পর্যন্ত কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পান। এখনই YONO SBI অ্যাপ ডাউনলোড করুন- sbiyono.sbi/index.html।




২২শে অগাস্ট পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। যা শুধুমাত্র রাখি উৎসব ক‍্যাটেগরির ক্ষেত্রেই প্রযোজ‍্য। এই অফারে ন্যূনতম ক্রয়মূল্য নেই। উল্লেখ্য, এই অফারটি পেতে গ্রাহকদের 'SBI20' কোড ব্যবহার করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code