Raksha Bandhan 2021 রাখি বন্ধনে বিশেষ অফার SBI- র





রাখি বন্ধনে বিশেষ অফার নিয়ে হাজির State Bank of India । কেনাকাটায় বিশেষ ছাড় দিয়েছে SBI । রাখি বন্ধন উপলক্ষে বাজার ছেয়ে গেছে পোশাক-আশাক, ফুল, মিষ্টিতে। শুভ এই মুহূর্তে SBI ভাই বোনেদের উপহার কেনার ক্ষেত্রে বড়সড় ডিসকাউন্টের ব্যবস্থা করেছে।




৯৯৯ টাকা পর্যন্ত উপহার কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের কথা বলা হয়েছে ব্যাঙ্কের তরফে। SBI YONO APP -র মাধ‍্যমে কোনো উপহারের দাম মেটালে তবেই ছাড় রয়েছে। কোনো জিজ্ঞাসা থাকলে SBI YONO-র অফিসিয়াল ওয়েবসাইট sbiyono.sbi-এ লগইন করতে পারেন।




ট্যুইটারে SBI জানিয়েছে, বড় এই উপহার দিয়ে এই রাখি বন্ধন উৎসব উদযাপন করুন। ফার্নস অ্যান্ড পেটালস-এ বাজার করুন। YONO SBI-এর মাধ্য়মে ৯৯৯ টাকা পর্যন্ত কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পান। এখনই YONO SBI অ্যাপ ডাউনলোড করুন- sbiyono.sbi/index.html।




২২শে অগাস্ট পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। যা শুধুমাত্র রাখি উৎসব ক‍্যাটেগরির ক্ষেত্রেই প্রযোজ‍্য। এই অফারে ন্যূনতম ক্রয়মূল্য নেই। উল্লেখ্য, এই অফারটি পেতে গ্রাহকদের 'SBI20' কোড ব্যবহার করতে হবে।