Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্ধমানে রাজনৈতিক হিংসার বলি এক

বর্ধমানে রাজনৈতিক হিংসার বলি এক





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


তৃতীয়বার ক্ষমতায় এসেই ফের গোষ্ঠী কোন্দলে মুখ পুড়ল শাসকদলের। এর জেরে রাজনৈতিক হিংসার বলি হলেন একজন। বুধবার বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মৃত অশোক মাঝির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মর্গে অশোক মাঝির শবদেহতে মাল্যদান করেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় ও উপ পুরো প্রশাসক আইনুল হক। ঘটনাস্থলে আসেন ডিআইজি।



বেলার দিকে রবিন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অশোক মাঝির পরিবারকে আর্থিক সাহায্য করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুই মহিলা সহ মোট তিনজনকে এই ঘটনার কারণে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিমের অভিযোগ, পুরসভা থেকে বাড়ি ফেরার পথে খালাসি পাড়ায় তাঁকে কয়েকজন বহিরাগত রড, লাঠি দিয়ে আক্রমণ করেছে। কোনক্রমে তিনি বাঁচলেও আক্রমণকারীরা তাঁর অনুগামীদের উপর চড়াও হয়। 



হামলাকারীরা স্থানীয় বিধায়ক খোকন দাস ও তৃণমূল নেতা শিবশংকর ঘোষের অনুগামী বলে দাবি মহম্মদ সেলিমের। জখম তিন জনকে বর্ধমান মেডিতক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় অশোক মাঝির। তিনি প্রাক্তন কাউন্সিলর অনুগামী তৃণমূল কর্মী নামে পরিচিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code