রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কারের নাম বদল করলেন প্রধানমন্ত্রী মোদী





রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কারের নাম বদল করলেন প্রধানমন্ত্রী মোদী। চার দশক পর অলিম্পিক্স হকিতে পদক পেয়েছে ভারত। ঠিক এমন সময়েই রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কারের নাম বদল করে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের নামে করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার(Khel Ratna Award)। রাজীব গান্ধীর পরিবর্তে খেলরত্ন সম্মানের আগে বসল হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের নাম। অর্থাৎ নাম হল ধ‍্যানচাঁদ খেলরত্ন পুরষ্কার।



শুক্রবার ভারতীয় মহিলা হকিদল অলিম্পিক্সে অল্পের জন্য পদক মিস করার কিছুক্ষণের মধ্যেই খেলরত্ন পুরস্কারের নাম বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এদিন ট্যুইট করে মোদী জানান, মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কারের নাম রাখার জন্য অনেকেই অনুরোধ জানিয়েছিলেন। মতামত জানানোর জন্য তাঁদের ধন্যবাদ। তাঁদের ভাবাবেগকে সম্মান দিয়ে এখন থেকে খেলরত্ন পুরষ্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরষ্কার হিসাবে ডাকা হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। তবে কটাক্ষও করেছেন অনেকে।