Latest News

6/recent/ticker-posts

Ad Code

Desh ke Mentor হিসাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে সনু- জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Desh ke Mentor হিসাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে সনু- জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Desh ke Mentor


২০২২ সালের বিএমসি ভোটে (BMC elections 2022) লড়ছেন বলিউড অভিনেতা সোনু সুদ। সম্প্রতি এমনই খবর ছড়তে থাকে সোশ‍্যাল মিডিয়ায়। আর সেই জল্পনার অবসান ঘটালেন সোনু সুদ নিজেই। অভিনেতা তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দিয়েছেন। রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত একটি ট্যুইটের উত্তর দিয়ে জানান, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু।

তবে আজ থেকে তিনি দিল্লী সরকারের 'দেশ কে মেন্টর' প্রকল্পে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ সাংবাদিক বৈঠকে এই কথা জানান। উপস্থিত ছিলেন সনুসুদও।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ ঘোষণা করেছেন যে বলিউড অভিনেতা সোনু সুদ স্কুল শিশুদের জন্য দিল্লি সরকারের 'দেশ কে মেন্টর' প্রকল্পে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন।

'দেশ কে মেন্টর' উদ্যোগ যা শীঘ্রই দিল্লীতে চালু হবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হওয়ার পর সোনু সুদ বলেন, "আজ, আমাকে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মেন্টর করার সুযোগ দেওয়া হয়েছে। ছাত্রদের গাইড করার চেয়ে বড় কোনো সেবা নেই। "


মূলত ছাত্রছাত্রীদের নতুন দিশা দেখাতেই এই প্রকল্প। ছাত্রছাত্রীদের সাথে কথা বলবেন স্বয়ং সনু সুদ।


করোনা কালে বরাবরই দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাড়িয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছেন সোনু। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code