Latest News

6/recent/ticker-posts

Ad Code

আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলান, বাজান ধামসাও- আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা

আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলান, বাজান ধামসাও- আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা 





তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, প্রথমবার ঝাড়গ্রাম সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন তিনি। যাওয়ার সময় আকাশপথে পরিদর্শন করেন হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা। 



ঝাড়গ্রামে পৌঁছে বিশ্ব আদিবাসী উৎসবে যোগ দেন। আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলান, বাজান ধামসাও। বীরসা মুণ্ডার ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। 


সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ বিশ্ব আদিবাসী দিবস। গত তিন বছর ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দিনটি আমরা পালন করে আসছি। আজকের দিনে আদিবাসী সমাজের অগ্রগতির জন্য তাঁদের অভিনন্দন জানাই।'


এদিন তিনি আরও বলেন, 'আমি নিজেও অলচিকি ভাষায় বই লিখেছি।’ তুলে ধরেন ঝাড়গ্রামের উন্নয়নের খতিয়ান। জানান আগামীর বার্তা। 


আজ রাত্রে তিনি থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সে। আগামীকাল ঘাটালে প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code