১৫ ই আগস্ট উপলক্ষে ঘুরতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু দুজনের, গুরুতর জখম ৭
জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন
স্বাধীনতা দিবসে বড়সড় দুর্ঘটনা মৃত্যু দুজনের গুরুতর জখম 7 এমনটাই খবর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট এলাকায়। রবিবার সন্ধ্যে আনুমানিক সাড়ে আটটা নাগাদ বানারহাট থানা এলাকার চা-বাগান সংলগ্ন এলাকায় ডায়না সেতুর কাছে ৩১ নং জাতীয় সড়কে । পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের । পাশাপাশি আহত হয়েছেন আরো ১১ জন বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
নিহতরা হলেন বীরপাড়ার বাসিন্দা বেদ প্রকাশ আগরওয়ালা (৫০) এবং নাগরাকাটার চেংমারী চা-বাগানের বাসিন্দা সনোজ কুজুর (৩৫)। আহতরা সকলে বীরপাড়া, চেংমারী চা বাগানের , নাগরাকাটা ও একজন দার্জিলিং এর বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যায় একটি চার চাকার ছোট গাড়ি প্রথমে একটি সাইকেল কে ধাক্কা মারলে সাইকেল-আরোহী ছিটকে পড়ে যান রাস্তার ধারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ১৫ ই আগস্ট উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন ঘুরতে তাদের মধ্যে দুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । পরবর্তীতে দ্রুতগতিতে আরো একটি ছোট গাড়ি আসতে থাকলে ঘটনাস্থলে সেও সজোরে ধাক্কা মারে বলে এমনটাই খবর। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পরপর তিনটি গাড়ি ও একটি সাইকেল আরোহীর দুর্ঘটনা এ বিষয়ে তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর পৌঁছালে আহতদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊