করোনার কারনে বেরোলো না মহরমের ঢাল



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-

করোনার কারনে এবছরও বেরোলোনা মহরমের ঢাল।

মহরম উপলক্ষে বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের ছিলো রাত জাগন।এই রাত জাগন উপলক্ষে তাজিয়া নাচিয়ে মহরম উৎসবে মেতে উঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষ জন।কিন্তু গত বছর থেকে করোনার কারনে বন্ধ হয়ে আছে মহরমের ঢাল নিয়ে উৎসবে মেতে ওঠা।



সাম্প্রতিক দিন কয়েক আগে শহর মহরম কমিটিদের নিয়ে একটি বৈঠক সারেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল নিয়ম মেনে পূজো পাঠ করা হলেও।করোনার কারনে মহরমের ঢাল নিয়ে বেরোনো যাবেনা।জেলা প্রশাসনের কথা মেনে এবং করোনা পরিস্থিতির কারনে বেরোলোনা মহরমের ঢাল।।করোনার কারনে ভিড় সামাল দিতে বর্ধমান কালা পাহাড়ি ঢালের মাজারে মোতায়েন করা হয় পুলিশ প্রশাসন।ব্যাড়িকেড করে অল্প সংখ্যক করে মানুষদের নিয়ে চলছে অনুষ্ঠান।



বর্ধমান শহর ঐতিহাসিক মহরম উপলক্ষে গত ৮ই অগাস্ট সংস্কৃতি লোক মঞ্চে প্রস্তুতি সভার আয়োজন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন।

এদিন এই সভায় উপস্থিত ছিলেন, ডি,এসপি,হেড কোয়ার্টার সৌভিক পাত্র,বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুখময় চক্রবর্তী,বর্ধমান শহর মহরম কমিটির সম্পাদক স্বপন মুখার্জী,মহরম কমিটির সভাপতি শাহাবুদ্দিন খান,তৃণমূল বর্ধমান সহর সভাপতি অরুপ দাস সহ আগত এলাকার মহরম কমিটির কর্মকর্তাগন।