সঙ্গীতশিল্পীদের জন্য কোনো দেশ নেই: তালেবানের গুলিতে ঝাঝরা আফগান লোকসঙ্গীতশিল্পী
আফগানিস্তানের এক লোকসঙ্গীতশিল্পীকে তালিবানরা হত্যা করেছে বলে দাবী পরিবারের। একদিকে যখন কাবুলে বোমা বিস্ফোরনকে ঘিরে আফগানিস্তানে শোকের ছায়া সেখানে এই ঘটনা সমগ্র সঙ্গীত জগতকে কাঁপিয়ে তুলেছে।
ক্ষমতা দখলের দুই সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের রেডিওতে সঙ্গীত এবং নারীকণ্ঠের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো তালেবান সরকার। আফগানিস্তানের দক্ষিণের অঞ্চল কান্দাহারের শীর্ষস্থানীয় একটি রেডিও চ্যানেলের নিয়ন্ত্রণ নেয়ার পর এই ঘোষণা দেয় তালেবান। রেডিও স্টেশনটির নাম বদলে রাখা হয়েছে ভয়েস অব শরিয়া।
ভিডিওটিতে তালেবান সদস্য বলেন, রেডিও স্টেশনের কর্মীরা সবাই সেখানে উপস্থিত আছেন। খবর, রাজনৈতিক বিশ্লেষণ এবং কোরআন নিয়ে আলাপচারিতা হবে এখন থেকে রেডিওতে। রেডিওতে আর কোনো সঙ্গীত প্রচারিত হবে না।
এই রেডিও স্টেশন দখলের আগেরদিনই লোকসঙ্গীত শিল্পি Fawad Andarabi-র হত্যার ঘটনা ঘটে কাবুল থেকে 100 কিলোমিটার (60 মাইল) উত্তরে বাঘলান প্রদেশে। ফাওয়াদ আন্দরাবির ছেলে জাওয়াল আন্দরাবি বলেন, "তিনি নির্দোষ ছিলেন, একজন গায়ক হিসাবে কেবল মানুষকে বিনোদন করতেন। তালিবানরা তাঁকে গুলি করে হত্যা করে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊