নদীর তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু





এদিকে বৃষ্টি অন্যদিকে ব্যারাজের ছাড়া জলের ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদী গুলিতে জলস্তর বেড়েছে। ফলে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নয়াগ্রাম ব্লকের ৪ নং মলম অঞ্চলের নদীর তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু। 


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুমন সাহু। নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রমেশ রাউত। নায়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী মাহাতো। সহ অন্যান্যরা।