জুতো বিতর্কে জড়ালেন বিধায়ক খোকন দাস




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর


জুতো বিতর্কে জড়ালেন বর্ধমান দক্ষিন বিধানসভার তৃণমূল বিধায়ক খোকন দাস।বিধায়কের পায়ের জুতোর ফিতে পড়িয়ে দেন দুই যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈরি হয় বিতর্ক। 


বুধবার বর্ধমান ৩৫ নং ওয়ার্ডে একটি স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস।রক্তদান শিবিরে পতাকা উত্তোলনের পর বিধায়কের পায়ের জুতোর ফিতে পড়িয়ে দেন দুই যুবক। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়ে রাজনৈতিক মহলে।এর পরই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক খোকন দাস।


 
সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভোটের আগে আমি নিজে অনেক বহু বয়স্ক মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। যে আমার জুতো ফিতে পড়িয়ে দিয়েছে সে আমার সম্পর্কে ভাইপো। সে দীর্ঘ দশ বছর ধরে আমার পায়ে জুতো পড়িয়ে দেয় বলে জানালেন বিধায়ক। কোনো দলীয় কর্মী কিংবা সরকারি কর্মী আমাকে জুতো পরিয়ে দিত তাহলে বিষয়টা অন্যরকম হতে পারতো। আমার নিচু হয়ে জুতো পড়তে সমস্যা হয় বলেই আমার ভাইপো দীর্ঘদিন ধরে আমার জুতোর ফিতেটা ক্লিপের মধ্যে পড়িয়ে দেয়। আমাকে বদনাম করার জন্য কেউ এই ভিডিও তুলে ভাইরাল করেছে বলে অভিযোগ জানান খোকন দাস।