Lizzo and Cardi B Give Off Electrifying Greek Goddess Vibes In 'Rumors' Music Video
গ্রীক দেব-দেবীর চরিত্রদের সাথে আধুনিক সময়ের মেলবন্ধনে ঝড় তুললেন আমিরিকার র্যাপার লিজ্জো। দীর্ঘ দুই বছরের বিরতির পর গানের জগতে এসেই একপ্রকার ধামাল বাজালেন লিজ্জো।
২০২০ সালে 'ট্রুথ হার্টস' (Truth Hearts) গানের জন্য 'বেস্ট পপ সলো পারফরম্যান্স'(Best Pop Solo Performance), 'জেরোমি'র জন্য 'বেস্ট ট্রেডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স' এবং 'কজ আই লাভ ইউ' অ্যালবামের জন্য 'বেস্ট আরবান কনটেম্পরারি অ্যালবাম' (Best Urban Contemporary Album) ক্যাটাগরিতে মোট তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy Awards) প্রাপক র্যাপার লিজ্জো (American rapper Lizzo) ২ বছর বিরতির পর আবারও সাড়া ফেললেন।
'রিউমার' শিরোনামের এই গানের ভিডিওটি আজ ১৩ আগস্ট মুক্তি পাওয়ার ২ ঘন্টার মধ্যেই 490,544 views এবং 117K লাইক পড়েছে ইউটিউবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊