Latest News

6/recent/ticker-posts

Ad Code

#BoycottRadhikaApte ট্যুইটার পাড়া সরগরম রাধিকাকে বয়কটের ডাকে

#BoycottRadhikaApte ট্যুইটার পাড়া সরগরম রাধিকাকে বয়কটের ডাকে 



radhika apte bikini




বলিউড ইন্ডাস্ট্রি যখন রাজ কুন্দ্রার মামলা নিয়ে সরগরম তখন ট্রেন্ডিং হলো রাধিকা আপ্তে। এর আগেও একাধিকবার সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করতে গিয়েও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো তাঁকে।


আজ ট্যুইটার পাড়ায় ট্রেন্ডিং #BoycottRadhikaApte , এর কারন বর্তমান সময়ের কোন ঘটনা নয় বা কোন সিনেমাও নয়। তাহলে কেন এই ধরণের বয়কটের ডাক?


নেটিজেনরা অশ্লীল কন্টেন্ট প্রচারের জন্য রাধিকাকে কটাক্ষ করছেন। তার শরীর দেখে, তারা তার চলচ্চিত্রগুলি সম্পূর্ণভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।


কিছু টুইটার ব্যবহারকারী রাধিকা এবং অন্যান্য বলিউড সেলিব্রিটিদের গ্রেপ্তার করা এবং কথিত পর্নোগ্রাফি বিষয়বস্তু তৈরির বিষয়ে চুপ থাকার জন্য নিন্দা করেছেন। তারা মনে করেন যে সেলিব্রিটিরা কেবল অন্যায় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিষয়ে কথা বলার সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কিন্তু শুধু 'বয়কট রাধিকা আপ্তে' ট্যুইটারে ট্রেন্ড করছে তার পার্চড, হান্টারের মতো কয়েকটি ছবির জন্য। তারা রাধিকার নিন্দা করে বলেছে যে সে 'আমাদের ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে কাজ করছে।"

রাধিকা আপ্তে



সম্প্রতি একটি ছবির অভিনয়ের দৃশ্য নিয়ে নেটিজেনদের আলোচনার তুঙ্গে রয়েছেন রাধিকা আপ্তে।ছবিটির অভিনয়ে তাকে পুরোপুরি নগ্ন হতে দেখা গিয়েছে,বিষয়টি গোপন রাখতে চাইলেও গোপন রাখতে পারেনি।এর আগেও একবার একটি ছবিতে তাকে নগ্ন দৃশ্যে দেখা গিয়েছিলো। সেই নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়।


ছবিতে দেব পাটেলের বিপরীতে অভিনয় করেছেন এ অভিনেত্রী। অ্যাকশন-থ্রীলারনির্ভর এ ছবির একটি বিছানার দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

রাধিকা অবশ্য জানিয়েছিলেন- "এ ধরনের দৃশ্যে কাজ করতে আমার কোন অসুবিধা হয় না। কারণ আমি আমার চরিত্রটি কেবল করি। চরিত্র ফুটিয়ে তুলতে কোন দৃশ্য করতে আমার দ্বিধা নেই।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code