অবশেষে জনগণের রায় কেই স্বাগত, Britney Spears এর অভিভাবকত্ব থেকে সড়ে দাঁড়ালেন Jamie Spears
আদালতে দাড়িয়ে বিচারকের কাছে আর্জি জানিয়ে ‘বন্দিদশা’ থেকে মুক্তি চেয়েছিলেন ব্রিটনি (Britney Spears)। জেল নয় বন্দি তিনি বাবার কাছেই। প্রায় ১৩ বছর ধরে ব্রিটনি স্পিয়ার্সের (Britney Spears) জীবনযাত্রা ও আর্থিক সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তাঁর বাবা জিমি (Jamie Spears)।
মার্কিন যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইনের অধীনে এই ক্ষমতা দেওয়া হয়েছিল জিমিকে (Jamie Spears)। সেই বন্দিদশা থেকেই মুক্তি চেয়েছিলেন মেয়ে ব্রিটনি (Britney Spears)।
ব্রিটনি (Britney Spears) অভিযোগ জানিয়েছিলেন, ইচ্ছের বিরুদ্ধে তাঁকে জন্মনিয়ন্ত্রক ওষুধ খেতে বাধ্য করা হয় তাঁকে। প্রেমিকের সঙ্গে বিয়ে করতে ও আরেক সন্তান নিতেও তাঁকে বাধা দেওয়া হচ্ছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও জানান তিনি।
কনজারভেটরশিপ ভালোর থেকে খারাপ বেশি হচ্ছে বলেও জানান। স্বাভাবিক জীবন কাটানোর অধিকার চান তিনি।
আদালতের তরফে এখনও কোনও রায় দেওয়া না হলেও গোটা বিশ্ব জুড়ে ‘ফ্রি ব্রিটনি’ #FreeBritney হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ব্রিটনির (Britney Spears) প্রাক্তন বয়ফ্রেন্ড জাস্টিন টিম্বারলেক ব্রিটনিকেই সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ওঁর সঙ্গে যা হচ্ছে তা হতাশাজনক। কোনও নারী তাঁর শরীর নিয়ে কী করবে সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারে না।’
তবে আজ আদালতের নথির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পপ গায়ক ব্রিটনি স্পিয়ার্স -এর বাবা জেমি স্পিয়ার্স অভিভাবক পদ থেকে ইস্তফা দিতে চান। এইজন্য তিনি বৃহস্পতিবার লস এঞ্জেলেসের আদালতে পদত্যাগের একটি ঘোষণা জমা দিয়েছেন বলে জানা গেছে। জেমি স্পিয়ার্সের অ্যাটর্নি এই সিদ্ধান্তের কারণ হিসেবে তার মেয়ের সাথে "পাবলিক আর্গুমেন্ট" উল্লেখ করেছেন।
এটাকে ব্রিটনি স্পিয়ার্সের বিশাল জয় হিসেবে বর্ননা করেছেন ব্রিটনি স্পিয়ার্সের অ্যাটর্নি ম্যাথু রোজেনগার্ট ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊