Latest News

6/recent/ticker-posts

Ad Code

গল্পের গরু গাছে উঠে, কিন্তু বাস্তবের গরু উঠলো হেলিকাপ্টারে

গল্পের গরু গাছে উঠে, কিন্তু বাস্তবের গরু উঠে হেলিকাপ্টারে 

Injured Swiss cows get helicopter ride



গল্পের গরু গাছে উঠে, কিন্তু বাস্তবের গরু উঠে হেলিকাপ্টারে  । হ্যা এমনি ঘটনার সাক্ষী থাকলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের আল্পস পার্বত্য এলাকায় হয় এ ঘটনা ঘটে। হেলিকপ্টারের সাহায্যে পাহাড় থেকে নামানো হলো গরু!

Injured Swiss cows get helicopter ride

জানাগিয়েছে পাহাড়ের ওপর গ্রীষ্মকালীন আবাসে অসুস্থ হয়ে পড়া গরুদের সমতলে নামিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছে ওই অঞ্চলের কৃষকরা। একে একে নামিয়ে আনা হয়েছে ১০টি গরু। ফিরিয়ে নেয়া হয়েছে গোত্রের কাছে। বাকি প্রায় ১ হাজার গরু হেঁটেই নেমে এসেছে তৃণভূমিতে।

Injured Swiss cows get helicopter ride




স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ের ওপর অনেক জায়গাতেই গাড়ি নিয়ে প্রবেশ সম্ভব না। তাই বিকল্প হিসেবে আহত গরুদের উদ্ধারে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। হেলিকাপ্টারে করেই নামানো হয় অসুস্থ গরুগুলো।


Injured Swiss cows get helicopter ride
 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code