Latest News

6/recent/ticker-posts

Ad Code

Indian Independence Day 2021-ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে Google

Indian Independence Day 2021-ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে  Google 


Google doodles



Sunday,
15 August
Indian Independence Day 2021

১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর বিরুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌল্লার সংগ্রামে ব্রিটিশ কোম্পানীর জয় ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে দিয়েছিল। সিরাজদ্দৌল্লারসংগ্রামে ব্রিটিশ ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর যে যুদ্ধ সেই সংগ্রামে ব্রিটিশদের জয়ই ভারতে ব্রিটিশ রাজশক্তির পরাধীনতার শৃঙ্খলে শৃঙ্খলিত হয়েছিল।






দীর্ঘ প্রায় ১৯০ বছর পর ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট বহু অকল্পনীয় অবিস্মরণীয় সংগ্রাম সাধনের মাধ্যমে ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল।





দেশ স্বাধীন হল কিন্তু স্বাধীনতার বুকে বিদ্ধ হয়ে রইল দেশভাগের যন্ত্রণা। একদিকে যেমন অগণিত বীর শহীদের রক্তে রাঙানাে স্বাধীনতা তেমনি অন্যদিকে লাখ লাখ স্বজন হারানাের যন্ত্রণায় বিদ্ধ স্বাধীনতা। একদিকে হারানাের গভীর কষ্ট আর অন্যদিকে প্রাপ্তির অপার আনন্দ, এক আনন্দ বেদনার বহুমাত্রিক অনুভূতি। এমন অনুভূতির দিবস আমাদের জীবনে আর একটিও নেই। জাতীয় জীবনে স্বাধীনতার তাৎপর্য তাই অপরিসীম।


আজ স্বাধীনতা দিবসে  বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগুল বিশেষ এই দিনটিকে বিশেষভাবে শ্রদ্ধা জানালো। Google doodles এর মাধ্যমে। এই doodles এ ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। ভারতের মতন বহু ধর্ম, বহু জাতী, বহু সংস্কৃতিকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code