পশ্চিমবঙ্গে Indian Bank লঞ্চ করল ‘MSME Prerana’- Indian Bank launches 'MSME Prerana' in West Bengal





কলকাতা, আগস্ট ১৪, ২০২১: ইন্ডিয়ান ব্যাঙ্ক পশ্চিমবঙ্গে তাদের ফ্ল্যাগশিপ বিজনেস মেন্টরিং প্রোগ্রাম ‘এমএসএমই প্রেরণা’ লঞ্চ করেছে। ‘এমএসএমই প্রেরণা’ পূর্ণতা অ্যান্ড কোম্পানির সাথে যৌথ উদ্যোগে তৈরি এক নতুন, অনন্য ও উদ্ভাবনীমূলক বিজনেস মেন্টরিং প্রোগ্রাম। এমএসএমই উদ্যোগীদের মূল্য ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আরও দক্ষভাবে ব্যবসা চালানোর যোগ্য করে তোলাই এই প্রোগ্রামের উদ্দেশ্য। এই প্রোগ্রাম রাজ্যের স্থানীয় ভাষায়, অর্থাৎ বাংলায়, চালু করা হয়েছে।



ইন্ডিয়ান ব্যাঙ্ক বরাবরই তার ২০ লক্ষ এমএসএমই-কে আর্থিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থেকেছে। ফলে এই ব্যাঙ্কের ক্রেডিট এক্সপোজার ৭০,১৭০ কোটি টাকার বেশি। ‘এমএসএমই প্রেরণা’ এমএসএমই উদ্যোগীদের ব্যবস্থাপনা সংক্রান্ত যোগ্যতা ও আর্থিক সক্ষমতা তৈরি করার লক্ষ্য নিয়ে লঞ্চ করা হয়েছে। পাশাপাশি ভারত সরকার / রাজ্য সরকারগুলো / আর বি আই এবং অন্যান্য সংস্থাগুলোর বিভিন্ন উদ্যোগ সম্বন্ধে সচেতনতা তৈরি করাও এর উদ্দেশ্য।



২০১৯-২০ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের জিএসডিপি বৃদ্ধির হার ছিল ৭.২৬ শতাংশ, যা ওই বছরের ৪.০ শতাংশ জাতীয় জিডিপির চেয়ে বেশি। ৩১.০৩.২০২১ তারিখের হিসাব অনুযায়ী রাজ্যে ৫৯৮ শাখাসম্পন্ন ইন্ডিয়ান ব্যাঙ্কের এমএসএমই এক্সপোজার ছিল ৮৫৬৬ কোটি টাকা। এমএসএমই পোর্টফোলিওতে এ রাজ্যে গত বছরের তুলনায় এ বছর ব্যাঙ্কের বৃদ্ধি ২৭.৬৪% এবং বর্তমান আর্থিক বর্ষেও এই গতি বজায় রাখার ব্যাপারে ব্যাঙ্ক আত্মবিশ্বাসী।



ব্যাঙ্ক প্রতিযোগিতামূলক সুদের হারে এবং শর্তে আর্থিক সাহায্য দেওয়ার জন্য ২৮টা এমএসএমই ক্লাস্টার প্রকল্প তৈরি করেছে। এগুলোর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য দেওয়া হচ্ছে, যেমন সেরামিক, পাম্প, প্যাকেজিংও, সাধারণ ইঞ্জিনিয়ারিং, সেগুন, ফার্মাসিউটিকাল, টেক্সটাইল, ডাই এবং কেমিকাল, স মিল ইত্যাদি।



এই প্রোগ্রামের লঞ্চ উপলক্ষে শ্রী রাজেশ পাণ্ডে, আইএএস, মুখ্য সচিব, এমএসএমই অ্যান্ড টেক্সটাইল দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, বলেন “এমন অদ্বিতীয় একটা উদ্যোগ পশ্চিমবঙ্গে চালু করার জন্য আমি ইন্ডিয়ান ব্যাঙ্কের টিমকে অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারের এমএসএমই দপ্তর এই ক্ষেত্রকে সাহায্য করার জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে হাত মেলাতে পেরে আনন্দিত। এমএসএমই হল দেশের অর্থনীতি, শিল্প এবং কর্মসংস্থানের মেরুদণ্ড। এমএসএমই-র সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গে ভারতে দ্বিতীয়। এখানে ৯০ লক্ষ ছোট ও মাঝারি উদ্যোগ রয়েছে। এমএসএমই প্রেরণা প্রকল্প উদ্যোগীদের প্রাসঙ্গিক জ্ঞান বিতরণ করবে এবং তাদের মধ্যে ব্যবসা সম্বন্ধে সচেতনতা তৈরি করবে, ফলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। ব্যবসা করার স্বাচ্ছন্দ্যের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের রাজ্যগুলোর অন্যতম এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের এই প্রয়াস উদ্যোগীদের আরও শক্তি জোগাবে।


শ্রী ইমরান আমি সিদ্দিকি, ইডি, ইন্ডিয়ান ব্যাঙ্ক বলেন “আমরা আমাদের অনন্য ‘এমএসএমই প্রেরণা’ প্রকল্প পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য বাড়িয়ে তুলতে পেরে আনন্দিত এবং আমাদের সম্পদ এমএসএমই উদ্যোগীদের সক্ষম করে তোলার কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ। যেহেতু পশ্চিমবঙ্গ আমাদের ব্যাঙ্কের জন্য এক জরুরি বাজার, সেহেতু আমরা গ্রাহকদের ব্যবসায়িক সক্ষমতা জোগাতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে উদগ্রীব। এই কাস্টমাইজড প্রকল্প উদ্যোগীদের তাঁদের নিজেদের মুখের ভাষাতেই মেন্টর করার চেষ্টা করে, ফলে তাঁরা স্বনির্ভর হয়ে ওঠেন।”


‘এমএসএমই প্রেরণা’ স্থানীয় ভাষায়, সহজ পরিভাষার সাহায্যে এবং জটিল শব্দ ব্যবহার না করে উদ্যোগীদের ওয়েবভিত্তিক প্রশিক্ষণ দিয়ে ভৌগোলিক ও ভাষাগত বাধাগুলো দূর করেছে। ১৩টা ভার্চুয়াল প্রকল্প সফলভাবে পরপর চালানো হয়েছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পণ্ডিচেরি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট এবং উত্তরাখণ্ডের কিছু অংশে। ‘এমএসএমই প্রেরণা’ ধাপে ধাপে ভারতের সমস্ত প্রধান ভাষায় চালানো হবে।