Hurricane Ida: প্রলয়ঙ্কারী হারিকেন- ইদা'র তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো


Hurricane Ida


প্রলয়ঙ্কারী হারিকেন- ইদা'র তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। বিদ্যুৎহীন সেখানকার ৫ লাখের বেশি বাসিন্দা।

১৮৫০ সালের পর সম্ভবত এমন ভয়ঙ্কর ঝড় কখনও আসেনি। ষোলো বছর আগে এই অঞ্চলেই আছড়ে পড়েছিল 'কাটরিনা'। এবার সেখানেই আছড়ে পড়লো ইদা।


বর্তমানে লুইজিয়ানায় অবস্থান করছে ঝড়টি-  ইদার গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার। ‘ক্যাটাগরি- ফোর’ হারিকেনের রূপ নিয়েছে- ইদা।

স্থানীয় সময় রোববার ভোরে সেটি আছড়ে পড়ে মার্কিন ভূখণ্ডে। ঝড়ের প্রভাবে নিউ অরলিন্সে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির; হচ্ছে ভূমিধসও। কোথাও কোথাও নদীগুলোর পানির উচ্চতা ১৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পাবার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যটিতে স্থগিত ৪৫টির মতো ফ্লাইটের চলাচল। শনিবারই তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট।

শনিবার থেকে আমেরিকার গালফ উপকূলের দিকে এগোচ্ছিলো এই ঝড়। আমেরিকার নিউ অরলিয়েন্সে ঝড়টি আছড়ে পড়বে বলে জানিয়েছিলো আবহাওয়াবিদরা।