কীভাবে আবেদন করবেন উৎসশ্রী পোর্টালে? জানুন বিস্তারিত
কিছুদিন আগেই শিক্ষক-শিক্ষিকাদের বদলি সহজ করতে নয়া পোর্টালের ঘোষনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই পোর্টালের উদ্বোধন করেন। এই পোর্টাল ব্যবহার করে বাড়িতে বসেই নিজেদের বদলির আবেদন করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বদলির জন্য ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
শর্ত
কোনও স্কুলে ন্যূনতম পাঁচ বছর কাজ করলে তবেই শিক্ষক-শিক্ষিকারা আবেদন করতে পারবেন।
কোনও শিক্ষক-শিক্ষিকা একবার বদলি হয়ে গেলে পাঁচ বছর আবেদন করতে পারবেন না।
আগে যদি কোনও শিক্ষক-শিক্ষিকা বদলির সুযোগ পেয়েও বদলি না নেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।
কোনও শিক্ষক-শিক্ষিকা সাসপেন্ড হলে বা ওই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চললে আবেদন করা যাবে না।
আবেদন পদ্ধতি
'উৎসশ্রী’পোর্টালে banglarshiksha.gov.in/utsashree যেতে হবে।
প্যান কার্ড নম্বর এবং এমপ্লয়িজ আইডি দিতে হবে।
নথিভুক্ত মোবাইল এবং মেলে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগ-ইন করতে হবে।
'Self Initiated Transfer' অপশনে ক্লিক করতে হবে।
নিজের পছন্দের জেলা বেছে নিতে হবে।
তিনটি স্কুল পছন্দ করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।
বদলির আবেদনের কারণ জানাতে হবে। স্বাস্থ্যজনিত কারণ বা সন্তানের কারণে বদলির আবেদনকে বাড়তি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊