ভোটার কার্ড হারিয়ে গেছে! আর কোন চিন্তা নেই, আজই Download করুন e-EPIC
ভোটের সময় নির্বাচন তালিকায় নাম তোলা থেকে সংশোধন করতে এতদিন পর্যন্ত অফলাইনের উপরেই বেশি নির্ভরশীল ছিল সাধারণ মানুষেরা। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় সেই প্রক্রিয়াকে অফলাইনের পাশাপাশি অনলাইনেও নিয়ে আসে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে অনলাইনের মাধ্যমে ভোটার তালিকা নতুন নাম তোলা, নাম সংশোধন, সহ একাধিক কাজ কর্ম করা যায় ওই প্রক্রিয়া থেকে।
আর এবার নির্বাচন কমিশনের উদ্যোগে চালু হলো নতুন অনলাইন এপ্লিকেশন ই এপিক (e-EPIC )।
এই প্রক্রিয়ার মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে ওটিপি প্রদান করলে ডাউনলোড করা যাবে একটি ই এপিক কার্ড।
e-EPIC দিয়ে কি কি সুবিধা পাওয়া যাবে? (BENEFITS TO CITIZENS)
- প্রথমত এই e-EPIC হচ্ছে আপনার ভোটার কার্ডের ডিজিটাল ভার্সন-যে যে কাজ আপনার ভোটার কার্ড দিয়ে করা হয় তা এই e-EPIC দিয়েও করা যাবে।
- এটা আলাদা ভাবে বহন করবার দরকার নেই, আপনার মোবাইলেই থাকবে।
- প্রয়োজনে e-EPIC প্রিন্ট করে ব্যবহার করা যাবে।
- ভোটার কার্ড হারিয়ে যাওয়ার কোন ভয় থাকবে না।
কীভাবে পাবেন e-Epic
Website Link এ গিয়ে নিজের মোবাইল নাম্বার বা মেইল আইডি বা এপিক নাম্বার দিয়ে রেজিস্টার্ড করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনার নিজস্ব একটি প্রোফাইল তৈরি হবে। এই নিজস্ব প্রোফাইল থেকে শুধু e-Epic ই নয়, আরও কিছু সুবিধা পাবেন। যেমন ভোটার কার্ড সংশোধন, স্থান পরিবর্তন, ভোটার কার্ড রিপ্লেসমেন্ট এর সুবিধা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊