Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হলো Helene Fischer এর নতুন গান- Helene und Luis fliegen im Duett zum Mars

প্রকাশিত হলো Helene Fischer এর নতুন গান 

Helene Fischer



বার্লিন: জার্মান টেলিভিশনে প্রথমবারের মতো, ইউরোপের সবচেয়ে সফল শিল্পী হেলেন ফিশার একসাথে সাতটি টিভি চ্যানেলে একক প্রিমিয়ার করেছেন।

ইউনিভার্সাল মিউজিক (Universal Music) একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন "Vamos a Marte" পুয়ের্তো রিকো থেকে বিশ্ব তারকা লুইস ফনসির (Luis Fonsi) সাথে একটি দ্বৈত গানে হেলেন ফিশার (Helene Fischer) এবার "Vamos a Marte" গানটি গেয়েছেন।

Helene Fischer



শুক্রবার সন্ধ্যায় এই গানটি প্রকাশিত হয়েছে। Vox, RTLplus এবং VOXup এর সাথে সাথে ইউটিউবে চ্যানেলেও পাওয়া যাচ্ছে গানটি। ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে গানটি।

Helene Fischer





ফিশার গানের ট্রেইলার প্রকাশিত হওয়ার সময়েই একটি টেলিভিশন শোয়ে জানিয়েছিলেন- এবার গ্রীষ্মে কম্পন তৈরি করবে গানটি। আর হয়েছেও তাই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code