Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেল পুলিশের হাতে মার খেলো হকার- চরম উত্তেজনা স্টেশনে

রেল পুলিশের হাতে মার খেলো হকার- চরম উত্তেজনা স্টেশনে 

হকার


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: এক হকারকে মারধরের ঘটনা ঘটলো আসানসোল স্টেশনে। আর এঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় আসানসোল স্টেশনে। 

জানা গেছে শনিবার একটি হকারকে মারধর করে এক আর পি এফ জওয়ান। আর তার জেরে গুরুতর আহত হয় ওই হকার। আর এর পরেই আহত ওই হকারকে সঙ্গে নিয়ে তৃণমূলের হকার ইউনিয়ন প্রথমে আসানসোল স্টেশনে এবং তারপর ডিআরএম অফিসের গেটে বিক্ষোভ দেখায়।  

আর এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেয় রাজু আহলুওয়ালিয়া, রাজা গুপ্ত, গোপাল সিনহা, সঞ্জয় পাসওয়ান সহ বহু তৃণমূল হকার ইউনিয়নের নেতৃত্ব।

তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই মানুষকে অনাহারে নিয়ে এসেছে।  এখন আরপিএফ কেন্দ্রের নির্দেশে রেল হকারদের উপর নৃশংস ভাবে অত্যাচার চালাচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন  আজ এক হকারকে মারধর করে  তার পা ভেঙে দেওয়া হয়েছে।  এখন তার পরিবারের কি হবে?  হকার একজন অপরাধী নন যে তার সাথে এইরকম আচরণ করা হচ্ছে।  

অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে আরপিএফ কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code