Aadhaar Card বানাতে নিগমনগর ডাকঘরে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ

Aadhaar Card


চূড়ান্ত হয়রানি নিগমনগর পোস্ট অফিসে। নিগমনগর পোস্ট অফিসে শুরু হয়েছে আধার কার্ড সংশোধন সহ আধারকার্ডের যাবতীয় কাজ। আর তাই সাধারণ মানুষের লম্বা লাইন সেখানে। 

কিন্তু জানা যায় দিনে মাত্র ১৫ জনের আধার কার্ড সংক্রান্ত কাজ করা হয় এখানে। ফলে রাত জেগে পাথর-কাগজ-ব্যাগ রেখে লাইন দিতে হচ্ছে এই এলাকার সাধারণ মানুষদের। 

এই বিষয়ে  ডাকঘরের কর্মরত ব্যক্তির সাথে কথা বলতে চাইলে তিনি কিছু বলতে অস্বীকার করেন-জানান উপর থেকে কিছু বলা বারণ রয়েছে। এমনকি তিনি আমাদের প্রতিনিধিকে নিজের নাম পর্যন্ত বলেননি।