স্বাধীনতার কবিতা । স্বাধীনতার শুভেচ্ছা । Happy Independence Day 2022। Wishes, images, quotes, status, messages, photos, and greeting cards to celebrate August 15
১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর বিরুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌল্লার সংগ্রামে ব্রিটিশ কোম্পানীর জয় ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে দিয়েছিল। সিরাজদ্দৌল্লারসংগ্রামে ব্রিটিশ ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর যে যুদ্ধ সেই সংগ্রামে ব্রিটিশদের জয়ই ভারতে ব্রিটিশ রাজশক্তির পরাধীনতার শৃঙ্খলে শৃঙ্খলিত হয়েছিল।
দীর্ঘ প্রায় ১৯০ বছর পর ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট বহু অকল্পনীয় অবিস্মরণীয় সংগ্রাম সাধনের মাধ্যমে ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল।
দেশ স্বাধীন হল কিন্তু স্বাধীনতার বুকে বিদ্ধ হয়ে রইল দেশভাগের যন্ত্রণা। একদিকে যেমন অগণিত বীর শহীদের রক্তে রাঙানাে স্বাধীনতা তেমনি অন্যদিকে লাখ লাখ স্বজন হারানাের যন্ত্রণায় বিদ্ধ স্বাধীনতা। একদিকে হারানাের গভীর কষ্ট আর অন্যদিকে প্রাপ্তির অপার আনন্দ, এক আনন্দ বেদনার বহুমাত্রিক অনুভূতি। এমন অনুভূতির দিবস আমাদের জীবনে আর একটিও নেই। জাতীয় জীবনে স্বাধীনতার তাৎপর্য তাই অপরিসীম।
ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কিছু বিখ্যাত কবির কবিতার অংশ আর কিছু ডিজিটাল গ্রেটিংস রইলো আপনাদের জন্য। শেয়ার করুন আপন জনদের। স্বাধীনতার আনন্দে মেতে উঠুন।
"এক আগষ্টে
বারুদের মত জ্বলেছিলাম-
শহরের পথে গ্রামে ও গঞ্জে
বন্দী শিবির চেয়েছিলাম যে ভাঙতে
এই আগষ্টে আবার আমরা জ্বলব-
************
পনেরোই ফের আসব।"
(চিরকূট-কবিতা সংগ্রহ, সুভাষ মুখোপাধ্যায়)
"এ দেশ আমার গর্ব
এ মাটি আমার কাছে সোনা
এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত
আমার সহস্র সাধ, সহস্র বাসনা।"
(চিরকূট-কবিতা সংগ্রহ, সুভাষ মুখোপাধ্যায়)
"স্বাধীনতা বুকে করে
অক্ষরে অক্ষরে
আমার লড়াই।"
(কবিতা সংগ্রহ, সুভাষ মুখোপাধ্যায়)
"তুমি দেশ? তুমিই অপাপবিদ্ধ স্বর্গদপি বড়ো?
জন্মদিন মৃত্যুদিন জীবনের প্রতিদিন বুকে
বরাভয় হাত তলে দীর্ঘকায় শ্যাম ছায়াতরু
সেই তুমি? সেই তুমি বিষাদের স্মৃতি নিয়ে সুখী
মানচিত্ররেখা, তুমি দেশ নও মাটি নও তুমি!"
-স্বদেশ স্বদেশ করিস কারে, শঙ্খ ঘোষ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊