ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২০৭, নিখোঁজ ৩৪৪


Pray For Haiti




শনিবার হাইতিতে (western Haiti) স্থানীয় সময় সকাল ৮ তা ২৯ মিনিটে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এখনো পর্যন্ত পাওয়া খবরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২০৭, নিখোঁজ ৩৪৪ । 

western Haiti


২০১০ সালে যে বিধ্বংসী ভূমিকম্পে ২ লাখের মত মানুষ প্রাণ হারিয়ে ছিলো এদিনের ভূকম্প তার থেকেও বেশি শক্তিশালী বলে জানা গিয়েছে।

pray for haiti



ইউএসজিএস (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরতায় পেটিট ট্রু দে নিপ্পস (Petit Trou de Nippes) শহর থেকে 8 km (5 miles) দূরে ছিল। The European-Mediterranean Seismological Centre (EMSC) এই অঞ্চলে একটি ভূমিকম্পের খবর জানিয়েছে, যা রিখটার স্কেলে 7.6 মাত্রার ছিল। US geologists ইতিমধ্যে সুনামীর (tsunami) সতর্কতা জারী করেছিলো।

Pray For Haiti



১৪ আগস্ট হাইতিতে ঘটা এই ভূমিকম্পে অসহায় অবস্থায় রয়েছে হাইতি। ১৩ হাজারের উপরে মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছে, ৫৩ হাজারের উপর ঘরবারি ধ্বংশস্তুপে পরিণত হয়েছে।  

Pray For Haiti



সরকারি-বেসরকারি ভাবে ত্রানে কাজ চালালেও সংখ্যায় তা কম হওয়ায় ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটছে হাইতি অধিবাসীদের।