Aadhaar Card এ নাম ভুল! চিন্তা নেই নিজেই সংশোধন করুন ১ মিনিটে
আধার আজ সবচেয়ে নির্ভরযোগ্য পরিচয় প্রমাণ যা সারা দেশের মানুষ প্রতিদিন ব্যবহার করে। অথচ এতো অপেক্ষার পর আধার কেন্দ্র থেকে নাম নথিভুক্ত করে যখন আধার কার্ড হাতে আসে তখন দেখা যায় তাতে অনেক ভুল। নামের বানানে কিংবা ঠিকানায় থেকে যাওয়া ভুল তৈরি করে বিভিন্ন সমস্যার। কিন্তু সব সমস্যার সহজ সমাধান করে দিয়েছে আধার কতৃপক্ষ। এখন খুব সহজেই করতে পারবেন নাম ভুলের সংশোধন।
UIDAI এক ট্যুইট বার্তায় জানিয়েছে Aadhaar Self-service Update Portal এ গিয়ে নিজেই নামের সংশোধন করতে পারবেন। আরও পড়ুন ঃ আপনার আধার কার্ড VERIFY করেছেন? কিংবা কারো আধার কার্ড নকল কিনা জানবেন কীভাবে?
শুধু নাম নয়, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা, ভাষা -এই সকল ক্ষেত্রে যাবতীয় সংশোধন এখন থেকে নিজেই করে নিতে পারবেন বাড়িতে বসেই মাত্র ১ মিনিটে।
একটি Registered mobile number থাকা বাধ্যতামূলক।
UIDAI এর ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগইন করে নিতে হবে। তারপর সেখান থেকেই আপনার প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধন আপনি করতে পারবেন।
এক্ষেত্রে মনে রাখবেন একবারই মাত্র জন্মতারিখ, লিঙ্গ সংশোধন করতে পারবেন, তবে নামের ক্ষেত্রে দুইবার সুযোগ পাবেন।
কি কি ডকুমেন্টস প্রয়োজন- What document is required for Online Updates?
Each of the data type update requires following Verification Requirements.
- For Name : Scanned copy of Poof of Identity (POI)
- For Date of Birth : Scanned copy of Poof of Date of Birth
- For Gender: OTP authentication via mobile/Face Auth
- For Address : Scanned copy of Poof of Address (POA)*.
- For Language : Not Required
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊