#soygeorgina রোনাল্ড বান্ধবীর বায়োপিক!

Georgina Rodriguez



ট্রেন্ডি ছবি শেয়ার করে মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন পর্তুগিজ ফুটবলের সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez)৷ বিশ্বের নামকরা মডেলদের অন্যতম হলেন জর্জিনা৷

Georgina Rodriguez



২৭ বছরের তন্বী সুন্দরী খুব ভাল করে জানেন কোন পোশাককে ঠিক কীভাবে ক্যারি করলে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যায়৷ কেতাদুরস্ত পোশাক হোক বা সুইম স্যুট, জর্জিনা জানেন যেকোনও আউটফিটেই কীভাবে হট হয়ে ওঠা যায়৷ এমন হাইফাই মডেলের ইনস্টাগ্রামে ২৪ মিলিয়ন অনুরাগী থাকবে এটাই তো স্বাভাবিক৷ অনুরাগীদের আকর্ষণ ধরে রাখতে তাই সময় পেলেই নজরকাড়া ছবি শেয়ার করেন ইনস্টা প্রোফাইলে৷

Georgina Rodriguez



তবে এবার বায়োপিক প্রকাশিত হতে চলছে জর্জিনার। 'আমি জর্জিনা' (soy georgina) এই শিরোনামের জুয়াম্পি কুফ্রির পরিচালনায় এই বায়োপিকের কাজ গত সপ্তাহেই শুরু হয়েছে। খুব শীঘ্রই নেটফ্লিক্সে আসতে চলেছে soy georgina- যা দেখতে জর্জিনার অনুরাগীরা ব্যকুল।