#soygeorgina রোনাল্ড বান্ধবীর বায়োপিক!
ট্রেন্ডি ছবি শেয়ার করে মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন পর্তুগিজ ফুটবলের সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez)৷ বিশ্বের নামকরা মডেলদের অন্যতম হলেন জর্জিনা৷
২৭ বছরের তন্বী সুন্দরী খুব ভাল করে জানেন কোন পোশাককে ঠিক কীভাবে ক্যারি করলে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যায়৷ কেতাদুরস্ত পোশাক হোক বা সুইম স্যুট, জর্জিনা জানেন যেকোনও আউটফিটেই কীভাবে হট হয়ে ওঠা যায়৷ এমন হাইফাই মডেলের ইনস্টাগ্রামে ২৪ মিলিয়ন অনুরাগী থাকবে এটাই তো স্বাভাবিক৷ অনুরাগীদের আকর্ষণ ধরে রাখতে তাই সময় পেলেই নজরকাড়া ছবি শেয়ার করেন ইনস্টা প্রোফাইলে৷
তবে এবার বায়োপিক প্রকাশিত হতে চলছে জর্জিনার। 'আমি জর্জিনা' (soy georgina) এই শিরোনামের জুয়াম্পি কুফ্রির পরিচালনায় এই বায়োপিকের কাজ গত সপ্তাহেই শুরু হয়েছে। খুব শীঘ্রই নেটফ্লিক্সে আসতে চলেছে soy georgina- যা দেখতে জর্জিনার অনুরাগীরা ব্যকুল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊