আজ থেকে করোনা মোকাবিলায় নয়া বিধি নিষেধে মেনে চলবে রাজ‍্য, জানুন বিস্তারিত 




পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে কোভিড -১৯ নিষেধাজ্ঞা সম্পর্কিত আরও শিথিলতা ঘোষণা করেছে। রাজ্য সরকার অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য এবং কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সময় সাধারণ মানুষের মুখোমুখি হওয়া কষ্ট লাঘব করার জন্য নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।




বার ও রেস্তোরাঁ সহ রাত ১০.৩০ টা পর্যন্ত রাজ্যে সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে পারে বলে জানানো হয়েছে। রাতের কারফিউর সময়ও দুই ঘণ্টা কমানো হয়েছে এবং রাত ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বহাল থাকবে।



এটি কোভিড প্রোটোকলের কঠোর আনুগত্য সহ বহিরাগত সরকারি কর্মসূচির অনুমতি দেয়। রাজ্য প্রশাসন প্রেক্ষাগৃহ, অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটারগুলিকে তাদের নিজ নিজ আসন ক্ষমতার ৫০ শতাংশের কম আসন নিয়ে পরিচালনার অনুমতি দেয়।



যাইহোক, অন্যান্য বিদ্যমান কোভিড -১৯ বিধিনিষেধ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, "স্টেডিয়াম এবং সুইমিং পুল একসাথে তাদের নিজ নিজ ৫০ শতাংশের সাথে খোলা থাকতে পারে।"



রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্বাহী কমিটির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



গত ১২ই অগাস্ট সাংবাদিক বৈঠক করে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় রাজ‍্যে করোনা বিধিনিষেধ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে জারি হয়ে যেত নৈশকালীন বিধিনিষেধ কিন্তু এবার তা আরও দুই ঘণ্টা এগিয়ে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে।এদিকে বিধিনিষেধের মেয়াদের মধ্যে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জেরে ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকছে স্টাফ স্পেশাল ছাড়া লোকাল ট্রেন পরিষেবা।



এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, থিয়েটার, হল ইত্যাদি খুলে দিচ্ছি। এছাড়াও রাতের বিধি নিষেধ ব্যবসা বানিজ্য যাতায়তের কথা ভেবে রাত ১১টা প্রযন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তৃতীয় ঢেউ দেখে নিয়ে লোকাল ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অসুবিধা হচ্ছে জানি। বাস-মেট্রো চালু করে দেওয়া হয়েছে। কিন্তু, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ আসার কথা রয়েছে, তাই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকাল ট্রেনে আসতে পারছেন না বলে অনেকের অসুবিধা হচ্ছে জানি। কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু তো নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে।



তিনি আরও বলেন, কলকাতার আশপাশের যেসব জেলাগুলো হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান এইসব জেলায় যদি ৫০ শতাংশও ভ্যাকসিন সম্পন্ন করে দেওয়া যায় তাহলে রুরাল ট্রেন চালু করে দেওয়া যাবে। কোনও অসুবিধা নেই। বাস, মেট্রো, অটো, দূরপাল্লার ট্রেন- সবই চলছে। কিন্তু, লোকাল ট্রেনটা আরও কিছুটা সময় নিচ্ছি।