জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল দিনহাটার দুই মেয়ে 


জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল দিনহাটার দুই মেয়ে



দিনহাটা:

জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল বামনহাটের সঙ্গীতা বর্মন ও নয়ারহাটের কিশামত করলার মেয়ে সুমাইয়া আখতার।

দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় ক্যারাটে বিভাগে অংশ নিতে বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করে দিনহাটার এই দুই মেয়ে।

বৃহস্পতিবার দিনহাটার দুই ব্লকের সঙ্গীতা বর্মন এবং সুমাইয়া আক্তার দিল্লি যান। ইউথ ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৮ শে আগস্ট।

বাংলা দলের ক্যারাটের কোচ হিসেবে গিয়েছিলেন বিক্রমাদিত্য বর্মন।