বাৎসায়নের কামসূত্র পুড়িয়ে জানানো হলো প্রতিবাদ-আবার বিক্রি করলে দোকান পুড়ে ফেলার হুমকি
গুজরাটের আহমেদাবাদের একটি বুকস্টলে বজরং দলের কয়েকজন সমর্থক কামসূত্র বই আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।
তাঁদের বক্তব্য এই গ্রন্থের ভেতর যে সমস্ত যৌন ক্রীড়ার বর্ননা রয়েছে তা হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন বজরং দলের সমর্থক বলছেন- আজকে বই পোড়ানো হলো, যদি আবারও এই বই বিক্রি করা হয় তাহলে দোকানে আগুন জ্বলবে।
এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষেই। সাহিত্যিক তসলিমা নাসরিন এক ট্যুইট বার্তায় জানিয়েছেন-
"কামসূত্র হল পৃথিবীর প্রাচীনতম প্রেমমূলক পাঠ্যপুস্তক এবং অবশ্যই সবচেয়ে বিখ্যাত। ভারতে কিছু লোক আজ কামসূত্রের একটি কপি পুড়িয়েছে। যারা কামসূত্র পুড়িয়েছে তাদের নিয়ে বিশ্ব গর্ব করবে না, কিন্তু 1800 বছর আগে লেখা এই ক্লাসিক নিয়ে গর্বিত থাকবে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊