৫ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করলো CBI

Reward poster advertised by CBI in Dhanbad. (Photo: India Today)
Reward poster advertised by CBI in Dhanbad. (Photo: India Today)



কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI) ঝাড়খণ্ডের বিচারক উত্তম কুমারের হিট-এন্ড-রান মৃত্যু মামলার তথ্যের জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

সিবিআই (CBI) ধনবাদ জুড়ে পোস্টার লাগিয়েছে, যাতে বলা হয়েছে যে তথ্যদাতার নাম গোপন রাখা হবে।

সেই সাথে এই পোস্টারে লেখা আছে - “উত্তম আনন্দ, অতিরিক্ত দায়রা জজ, ধানবাদ, ২০২১ সালের ২৮ জুলাই ভোর ৫ টার দিকে প্রসাদ ভার্মা চকের কাছে অটো দ্বারা ধাক্কা লেগে খুন হন। মামলার তদন্ত ধনবাদে সিবিআই দ্বারা পরিচালিত হচ্ছে। ”

এখানে আরও বলা হয়েছে- “যদি এই হত্যার সাথে সম্পর্কিত কোন ব্যক্তির কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সে দয়া করে সিবিআই, বিশেষ অপরাধ -1, নয়াদিল্লি, ক্যাম্প সিএসআইআর সাতকার গেস্ট হাউস, ধানবাদ ফোন নম্বর (7827728856, 011 - 24368640, 011 - 24368641) যোগাযোগ করেন। যে ব্যক্তি অপরাধ সম্পর্কিত উপযুক্ত তথ্য প্রদান করবে তাকে ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার নাম গোপন রাখা হবে।


dhanbad



প্রসঙ্গত প্রাতঃভ্রমনে বেরিয়ে অটোর ধাক্কার মৃত্যু হল এই বিচারকের। ঘটনাটি ঘটেছে গত ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের ধানবাদে। 

সূত্রের খবর এদিন সকালে যখন প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন ওই বিচারপতি। ঠিক তখনই পিছন থেকে তাকে ধাক্কা মারে একটি অটো। আর এর পরেই তাকে উদ্ধার করে স্থানীয় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে এঘটনায় জড়িত থাকার অপরাধে ওই অটোর ড্রাইভার সহ মোট দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।