Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking-কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসে বিরাট রদবদল

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসে বিরাট রদবদল


কোচবিহার তৃণমূল



কোচবিহার জেলা তৃনমূলে কংগ্রেসে রদবদল। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পদেও রদবদল।


কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান হলেন দিনহাটার বর্ষীয়ান রাজনৈতিক নেতা উদইয়ন গুহ।


এদিকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন গিরীন্দ্রনাথ বর্মন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন পার্থ প্রতিম রায়। পার্থ-র সেই পদে বসলেন গিরীন্দ্রনাথ বর্মন।


এদিকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি করা হয়েছে কমলেশ অধিকারীকে।


অন্যদিকে বাদ রাখেননি পার্থকেও। পদোন্নতি হয়েছে পার্থ প্রতিম রায়ের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পদের দায়িত্ব পেলেন পার্থ প্রতিম রায়।




 

কোচবিহার জেলা সভাপতি, যুব সভাপতি ও চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন পার্থ প্রতিম রায়। 


প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফল ভালো হয়নি তৃণমূল কংগ্রেসের। এমনকি কোচবিহারেও ভালো ফল করতে পারেনি তৃনমূল। সিতাই ও মেখলিগঞ্জ বিধানসভায় জয় লাভ করেছে তৃনমূল।


কার্যত উত্তরবঙ্গে নিজেদের জায়গা শক্ত করতেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিজের কাছেই রেখেছেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে চব্বিশের লোকসভায় বড় জায়গা দখলে ঝাঁপিয়ে পড়েছে তৃনমূল। তাই হয়তো রদবদল করে কোচবিহার জেলায় নিজেদের পোক্ত করতে চাইছে তৃনমূল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code