Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News আফগানিস্তানে হামলা আমেরিকার! নিহত কাবুলে হামলাকারীর প্রধান, দাবি পেন্টাগনের #airstrike

Breaking News আফগানিস্তানে হামলা আমেরিকার! নিহত কাবুলে হামলাকারীর প্রধান, দাবি পেন্টাগনের

us-airstrike-afghanistan-islamic-state-kabul-airport-blast-1846332-2021-08-



এবার আফগানিস্তানে হামলা চালালো আমেরিকা! সেই হামলায় নিহত বিমানবন্দরে হামলাকারীর প্রধান এমনি দাবি পেন্টাগনের।

পাল্টা আঘাতের আশঙ্কায় মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দরের গেটে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছে কাবুলের মার্কিন দূতাবাস।



এর আগে বৃহস্পতিবার সন্ধ‍্যায় বিস্ফোরন হয় কাবুলে। এরপর তালিবান 'সন্ত্রাসী হামলা' বলে দাবি করে। এর কিছু পরেই হামলার দায় স্বীকার করে নেয় 'ইসলামিক স্টেট' জঙ্গি সংগঠনের খোরাসান শাখা। আর তারপরেই হুঙ্কার দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাহাড় ঘেরা নানগড়হর প্রদেশে স্বয়ংক্রিয় ড্রোন হামলা চালাল আমেরিকা।



উল্লেখ‍্য, কাবুল বিমানবন্দরে আইএসের আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭২। হাসপাতালে ভর্তি দুশো জনেরও বেশি। নিহতদের তালিকায় আছেন ১৩ জন মার্কিন সেনা। আফগানিস্তানের রাজধানী কাবুল যেন মৃত্যুপুরী-তে পরিণত হয়েছে। শিশু..মহিলা থেকে বৃদ্ধ...ছিন্নভিন্ন দেহগুলো পড়ে থাকতে দেখা যায়। শতাধিক মানুষের পরিচয় এখনও জানা যায়নি!

কাবুলে আইএস-র হামলার পরেই নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code