স্বাস্থ্যসাথী কার্ড করানো নিয়ে দূর্নীতির অভিযোগ সিভিল ডিফেন্সের কর্মীদের বিরুদ্ধে


স্বাস্থ্যসাথী



জলপাইগুড়ি পৌরসভার অফিসে আজ দুপুরে স্বাস্থ্যসাথী কার্ড করানো নিয়ে দূর্নীতির অভিযোগ সিভিল ডিফেন্সের কর্মীদের বিরুদ্ধে।


এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় পুরসভায়। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও কার্ডের সুরাহা হচ্ছে না। বরং পেছন থেকে লাইনে ঢুকিয়ে দেওয়া হচভহে। অভিযোগের আঙুল ওঠে সিভিল ডিফেন্সের কর্মীদের দিকে। যদি ও মৌখিকভাবেঅভিযোগ অস্বীকার করেছেন সিভিল ডিফেন্স কর্মীরা।এমারজেনসী কয়েক জন রোগীদের নিয়ে লাইন ছাড়া নিয়ে গিয়েছিল তারা।


লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বলেন, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও কিছু লাভ হচ্ছে না। এত ভীড়। তার ওপর ভেতরের লোকরাই পেছন দিয়ে লোক ঢুকিয়ে দিচ্ছে