কার্বন ডাই-অক্সাইড ভর্তি ট্যাংক এর ভালভ ফেটে বিপত্তি জাতীয় সড়কে




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-


কার্বন ডাই-অক্সাইড ভর্তি ট্যাংক এর ভালভ ফেটে বিপত্তি বর্ধমানের তেলি পুকুরে জাতীয় সড়কে।ঘটনাটি ঘটেছে আজ ভোরে।এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

ভোর প্রায় পাঁচটা নাগাদ বর্ধমানের তেলিপুকুর জাতীয় সড়কের ওভার ব্রীজের উপর হঠাৎই একটি কার্বন ডাই-অক্সাইড ভর্তি ট্যাংকের ভালভ ফেটে কার্বন ডাই-অক্সাইড বের হতে থাকে।অত্যাধিক পরিমানের কার্বনডাই অক্সাইড বেরনোর ফলে সাদা ধোঁয়ার মত অন্ধকার হয়ে যায় গোটা এলাকায়।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। বর্ধমান সদর থানার পুলিশ এবং বর্ধমান অগ্নিনির্বাপক কেন্দ্রের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। এরপর কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।এই ঘটনার দীর্ঘক্ষণ বন্ধথাকে বর্ধমান তেলিপুকুরের জাতিয় সড়কের যান চলাচল। 


কার্বন ডাই-অক্সাইড ভর্তি ট্যাংকটি লখনৌ থেকে কোলকাতা যাচ্ছিলো বলে পুলিশ সূত্রে খবর।তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।বর্তমানে ট্যাঙ্কটিকে রাখা হয়েছে নিরাপদ স্থানে।স্থানীয় বাসিন্দারা বলেন হঠাৎই এলাকায় সাদা ধোঁয়ার মত দেখে রীতিমতো ভয় পান তারা। এরপর বাড়ির বাইরে বেড়িয়ে এসে দেখেন জাতীয় সড়কে এই অবস্থা।পুলিশের তৎপরতার তারিফ করেন স্থানীয়রা।বর্তমানে তেলিপুকুর জাতীয় সড়কে যান চলাচল সাভাবিক।