ডিজিটাল গার্লফ্রেন্ডে মজেছে চীনা পুরুষরা - AI Girlfriend Seducing China’s Lonely Men

AI Girlfriend Seducing China’s Lonely Men



করোনা মহামারী শিখিয়েছে বাড়িতে থেকে কাজ করতে, কীভাবে ডিজিটাল জীবন যাপন করতে হয় তা বিগত ২ বছরে মানুষ বুঝে নিয়েছে। অনেকে এই ডিজিটাল জীবনে আবদ্ধও হয়ে গেছে। সবকিছুই যখন ডিজিটাল হয়ে পড়েছে তখন রোমান্স আর বাদ থাকে কেন!


সম্প্রতি চিনে এক ডিজিটাল বান্ধবী আলোড়ন তৈরি করেছে। চিনের বহু পুরুষই প্রলুব্ধ হয়েছে ডিজিটাল প্রেমিকার আকর্ষনে।


আসলে এই প্রেমিকা আসলে একটি চ্যাটবট। চীনা পুরুষরা এখন প্রেমিকা খোঁজা বাদ দিয়ে এই চ্যাটবটের দিকেই বেশি ঝুঁকছে। শারীরিক স্পর্শ না পেলেও, নির্ঝঞ্ঝাটভাবে একান্ত আলাপচারিতায় মজেছে চীনা পুরুষরা।

AI Girlfriend



মাইক্রোসফটের মালিকানাধীন 'রেপ্লিকা' বা চীনা স্টার্ট-আপ কোম্পানি 'জিয়াওআইস' এই চ্যাটবটের প্রস্তুতকারক। এই চ্যাটবট আপনার সঙ্গে কথপোকথনের মাধ্যমে এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে তথ্য নিয়ে কিংবা সেখানে আপনার লেখালেখির ধরন থেকে তারা বুঝে নিবে আপনি কোন কোন বিষয় পছন্দ করেন। অর্থাৎ, এই চ্যাটবটগুলো আপনার সঙ্গে সেভাবেই কথা বলবে যা শুনে আপনি আনন্দ পাবেন। ঠিক এই কারণেই ডেটিংয়ের মাধ্যম হিসেবে মানুষকে ছেড়ে প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন চীনা পুরুষরা।